সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু।

বহিষ্কৃত নেতারা হলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আউয়াল বাবলু, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া সজীব, সহসভাপতি এবং দপ্তর সম্পাদক আবু ইউছুফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোর্তূজা।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আব্দুল আউয়াল বাবলু ও নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল বাবলুর বক্তব্য ও মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন শাহজাদপুর উপজেলার ১১ নং সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুভ কুমার ঘোষ/এনএ