চাঁদপুরে স্পিডবোট দখল করায় ইউপি চেয়ারম্যান কারাগারে
সেলিম গাজী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যক্তি মালিকানাধীন স্পিডবোট দখল ও ভাঙচুরের মামলায় জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম গাজীসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইনের আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
অন্য আসামিরা হলেন- জহিরবাদ ইউনিয়নের মৃত হাকিম বেপারীর ছেলে কাজল মেম্বার , আসাদ মেম্বারের ছেলে মো. শফিক ও বালুচর এলাকার গিয়াস উদ্দিন গাজীর ছেলে গাজী নাজমুল।
মামলার বাদী একই উপজেলার মোহনপুর এলাকার কাজী আবুল হোসেনের ছেলে ব্যবসায়ী কাজী আব্দুল মতিন।
বিজ্ঞাপন
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান সেলিম গাজী ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মতিনের ব্যক্তিগত মালিকানাধীন বালু মহালের মালামাল ও লোকজন আনা-নেওয়ার কাজে নিয়োজিত স্পিডবোট ভাঙচুর ও ভয় দেখিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কাজী আব্দুল মতিন মতলব উত্তর থানায় পরদিন ২৫ জুলাই বর্তমান জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম গাজীসহ ১২ জনকে আসামি করে মামলা করেন।
মামলার বাদী কাজী আব্দুল মতিন বলেন, মামলাটি দীর্ঘ এক বছর চলমান থাকা অবস্থায় তারা আদালতে হাজির হয়নি। আজকে চেয়ারম্যান সেলিম গাজীসহ এজহারভুক্ত আরও তিন আসামি স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে আসেন এবং জামিনের জন্য আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার আরও আট আসামি পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী সেলিম মিয়া বলেন, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত। আমার মক্কেলদের ফাঁসানো হয়েছে। আদালতের সন্মান রেখে তারা স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আবারও আমরা তাদের জন্য জামিনের জন্য আবেদন করব। তারা জামিন পাবেন এবং এই মামলা থেকে মুক্তি পাবেন।
আরএআর