কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশের হাওরে এ ঘটনা ঘটে। 

ওই নারীর নাম রংমহল। বয়স ৫০। তার বাড়ি মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ায়। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আজহার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় একটি যাত্রীবাহী ট্রলার।

সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছানোর পর ট্রলারটি ঘোরাতে গিয়ে ডুবে যায়। এতে যাত্রীরা ট্রলারের ভেতর থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই নারী বের হতে পারেননি। এছাড়া আড়াই বছরের আরেকটি শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ চলছে। 

এসকে রাসেল/এসপি