পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল হাতকড়া পরা আসামি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ ধর্ষণ ও অপহরণ মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ থানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।
ওই আসামির নাম সামিউল ইসলাম। তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ থানায় সামিউল ইসলামের বিরুদ্ধে তার শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার শ্বশুর একটি মামলা করেন। সেই মামলায় সামিউলকে গ্রেপ্তারসহ তার শ্যালিকাকে সোমবার রাতে চাঁদপুর থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উদ্ধার করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে পুলিশ ভ্যানে করে সামিউল ও তার শ্যালিকাকে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ ভ্যান থেকে নামার সময় হাতকড়াসহ সামিউল ইসলাম দৌড়ে পালিয়ে যান।
এসপি আরও বলেন, সামিউলকে ধরতে অভিযান চলছে। এ ছাড়া তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করার প্রস্তুতি চলছে।
রিপন আকন্দ/এনএ