ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ৩৫ টন এলপি গ্যাস রপ্তানি হয়েছে ভারতে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে দুইটি ট্যাংকে করে গ্যাস রপ্তানি হয়। 

এর মাধ্যমে প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গ্যাস রপ্তানি হলো ভারতে। এসব গ্যাস ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ত্রিপুরা রাজ্যের বিশালগড় প্লান্টে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মহসীন আহমেদ সরকার জানান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব এলপি গ্যাস রপ্তানি করছে। এ বন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন গ্যাস রপ্তানির কথা রয়েছে। একাধিক কোম্পানি গ্যাস পাঠাবে বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এমএএস