ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক-হেলপার নিহত
খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা
গোপালগঞ্জের মুকসুদপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহের মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাকের হেলপার শাহিন (২৫)।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ভোরে পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের মধ্যে থাকা চালক সজীব ও হেলপার শাহিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মুকসুদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নবকুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
লিয়াকত হোসেন লিংকন/আরএআর