কিশোরগঞ্জের তাড়াইলে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম বান্দলিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। এ ঘটনায় ঘাতক ছেলে সোহাগ মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সোহাগ মিয়া ও তার মায়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এ সময় ছেলে সোহাগ মিয়া মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। বাবা রবিউল ইসলাম এসে ছেলে সোহাগকে বাধা দেন। তখন সোহাগ তার বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থাকা ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে প্রতিবেশীরা সোহাগকে পিটুনি দেয়। রবিউল ইসলামকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক সোহাগ মিয়াকে আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।

এসকে রাসেল/আরএআর