আওয়ামী লীগ সরকার কারো অবদানই স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বাংলাদেশের দুঃসময়ে দেশের জন্য কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। ১৯৭১ সালের ২৫ মার্চ যখন কেউ দেশের স্বাধীনতার চিন্তা করেননি, তখন তিনি সেনাবাহিনীতে বিদ্রোহ ঘোষণা করেন। জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যিনি এত বড় ঝুঁকি নিয়েছিলেন তাকে নিয়ে যারা মিথ্যাচার করেন, তাদের কী বলা যাবে তার ভাষা খোঁজে পাই না।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনভিত্তিক আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।

দলের স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, জিয়াউর রহমান জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনগণ তাকে ভালোবাসে। যেদিকেই তাকাবেন সেদিকেই জিয়ার অবদান দেখতে পাবেন। বাংলাদেশের মূল উন্নয়ন বিএনপির হাতেই হয়েছে।

এর আগে দলীয় কার্যালয়ে শহীদ জিয়ার কর্মময় জীবনভিত্তিক বই ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাবেক ডিন অধ্যাপক তাজমেরী ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন প্রমুখ।

উবায়দুল হক/এসকেডি