কুমিল্লায় ওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চেয়েছে একটি চক্র।
রোববার (১২ জুন) সকালে এ বিষয়ে একটি সতর্ক বার্তা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ওসি সহিদুর রহমান।
বিজ্ঞাপন
ওসি জানান, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসির সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে টাকা চাইছে। তবে রোববার সকাল থেকে ওসির ওই সরকারি নম্বর বন্ধ রয়েছে।
তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানা এবং এ ধরনের কোনো ফোন এলে থানায় অবহিত করার আহ্বান জানান ওসি। প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এনএ