কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন বুধবার (১৫ জুন)। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ ভোটগ্রহণের সকল সরঞ্জাম। 

মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকে নগরীর জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। সেইসঙ্গে কেন্দ্রের জন্য নির্ধারিত পুলিশ ও আনসার সদস্যরাও সরঞ্জামের সঙ্গে কেন্দ্রে যাচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সজাগ রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন হবে।

কুসিক নির্বাচনে এবার মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন।

এসপি