টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ে (মাভা‌বিপ্রবি) ফারহান-তিশার নাটকের শুটিংয়ে হামলার ঘটনায় শিল্পীসহ শু‌টিং ইউ‌নি‌টের ৪ জন আহত হ‌য়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) বি‌কে‌লে মাভা‌বিপ্রবিতে শু‌টিংয়ের সময় এ ঘটনা ঘ‌টে। এসময় বখা‌টে‌দের হামলায় নাট‌কের এক্সিকিউটিভ প্রডিউসার সৌরভ ইশতিয়াক, সহকারী পরিচালক ইমতিয়াজ, অভিনেতা কুন্তল বিশ্বাস এবং অংকন আহত হন। 

নাট‌কের শু‌টিং ইউ‌নিট সূ‌ত্রে জানা গে‌ছে, আসন্ন ঈদ‌ উপল‌ক্ষে মাহমুদ মাহিনের প‌রিচালনায় মাভা‌বিপ্রবি‌তে তিন‌ দিনব্যাপি এক‌টি নাট‌কের শু‌টিং শুরু হয়। নাট‌কে শু‌টিং কর‌ছেন মুশফিক ফারহান, তানজিন তিশা, জয়নাল জ্যাক, কুন্তল বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার এক ঝাঁক নতুন মুখ। 

বি‌কে‌লে বিশ্ব‌বিদ্যাল‌য়ের মে‌য়েরা নাট‌কের এক‌টি সি‌নে শু‌টিংয়ের জন্য গ্রিনরু‌মে ছিল। এ‌তে সেখা‌নে স্থানীয় র‌নির নেতৃত্বে বেশ ক‌য়েকজন বখাটে গ্রিনরু‌মে প্রবেশ ক‌রে। গ্রিন রু‌মে অ‌ভি‌নেতা, অ‌ভি‌নেত্রী ও বিশ্ব‌বিদ্যাল‌য়ের মে‌য়েরা থাকায় এবং শু‌টিং‌ বাধাগ্রস্ত হওয়ায় বখাটে‌দের সেখান‌ থে‌কে বের হ‌তে বলা হয়। এ‌তে তারা ক্ষিপ্ত হ‌য়ে শু‌টিং টি‌মের ওপর হামলা ক‌রে।

এর আ‌গে অনুম‌তি নি‌য়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং শুরু হয়। 

নাট‌কের নির্বাহী প্রযোজক সৌরভ ইশ‌তিয়াক ব‌লেন, নাটকের শু‌টিং চল‌ছিল। এসময় বেশ ক‌য়েকজন বখা‌টে শু‌টিং‌য়ে বাধাগ্রস্ত কর‌ছিল। বারবার তা‌দের অনু‌রোধ করা হ‌লেও তারা ভয় দেখায় এবং খারাপ আচরণ ক‌রে। একপর্যা‌য়ে বাগ‌বিতণ্ডায় জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ‌তে তারা ক্ষিপ্ত হ‌য়ে নাটকের শিল্পীসহ টি‌মের ক‌য়েকজ‌নের ওপর হামলা করে। হামলায় আ‌মিসহ ৪ জন আহত হ‌য়েছি। 

তি‌নি আ‌রেও ব‌লেন, এ ঘটনায় এখনও বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ বা থানায় অ‌ভি‌যোগ দেয়া হয়‌নি। ত‌বে আমরা ঢাকায় যাওয়ার পর ব্যবস্থা নেয়া হ‌বে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/এমএএস