সুনামগঞ্জে নদ-নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। বিশেষ করে উত্তর আরপিন নগর, তেঘরিয়া, ষোলঘরের কিছু এলাকা ও নবীনগর সড়কে পানি উঠেছে।

এর আগে গত ১-২০ মে পর্যন্ত জেলার দোয়ারা, ছাতক, বিশ্বম্ভপুর ও সুনামগঞ্জ সদরের বেশ কিছু এলাকায় বন্যা হওয়ায় লোকজনের দুর্ভোগ ছিল সীমাহীন। গত ৭ দিন সুনামগঞ্জ এবং উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নদীতে পানি বেড়েছে। মঙ্গলবার রাত-দিন বৃষ্টি হওয়ায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বুধবার সকালে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট সব বিভাগকে বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

এসপি