পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কীভাবে গবাদিপশু লালন-পালন করা হয় সেটিও শিখতে হবে।

বুধবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা অনেকে কোরআন পড়ি, খতম দিই। কিন্তু অনেকে আরবি ভাষা জানে না, বুঝে না। আরবি, ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম খোঁজে নিতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিজীবনে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর প্রমুখ। 

সাইদুল ফরহাদ/আরএআর