কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু ও নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

১০১টি কেন্দ্রের বেসরকারি ফলে মনিরুল হক সাক্কু ৪৮,৪৯২ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন। অন্যদিকে আরফানুল হক রিফাত ৪৭,৮৬৩ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

বুধবার (১৫ জুন) রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। বাকি ৪টি কেন্দ্রের ফল ঘোষণার প্রক্রিয়া এখনো ঘোষণা করেননি তিনি।

এদিকে ঘোষিত ১০১ কেন্দ্রের ফলে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ২৮,১৪২ ভোট পেয়ে আছেন তৃতীয় অবস্থানে।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

এনএ