কিশোরগঞ্জে হাওরে ভ্রমণ করার সময় পর্যটক ও যাত্রীসাধারণের নিরাপত্তার স্বার্থে ট্রলার ও নৌকায় মোটরসাইকেল না নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে হাওরের প্রবেশদ্বার করিমগঞ্জ উপজেলার বলিখলা ঘাটে থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অনেকে হাওরে ভ্রমণের সময় ঝুঁকি নিয়ে ট্রলারে মোটরসাইকেল নিয়ে আসেন। এ সময় অনেক দুর্ঘটনা ঘটে। আবার হাওরের অলওয়েদার সড়কে গিয়ে মোটরসাইকেল রেসিং করে দুর্ঘটনার শিকার হন। তাই হাওরে ভ্রমণের সময় ট্রলারে বা নৌযানে মোটরসাইকেল না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে নিষেধ করা হবে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের হাওরে গত সোমবার (১৩ জুন) ইঞ্জিন চালিত নৌকাডুবিতে তিনজন ও মঙ্গলবার (১৪ জুন) ট্রলার থেকে পড়ে একজনের মৃত্যু হয়।

জানা গেছে, প্রতি বছর বর্ষা মওসুমে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর সোয়াইজানি নদী ও বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখলা এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের অলওয়েদার সড়কে দেশের বিভিন্ন এলাকার লাখো পর্যটক ভিড় করেন। ফলে ওই এলাকায় এই সময়ে কিছু দুর্ঘটনাও ঘটে। এ কারণে প্রশানের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসকে রাসেল/আরআই