কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় ভারী অস্ত্রসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান, বালুখালী ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অটোমেটিক রাইফেল ও ৪৯১টি গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ক্যাম্প-১৮-১৭ এর মাঝামাঝি পাহাড়ি এলাকায় টহল দেওয়ার সময় একদল সন্ত্রাসীকে দেখতে পায় এপিবিএনের সদস্যরা। তাদের থামার সংকেত দিলে তারা না থেমে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়।

প্রায় এক ঘণ্টার বেশি সময় গোলাগুলির পর পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই স্থান তল্লাশি করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

সাইদুল ফরহাদ/এসপি