মৌলভীবাজারে মধ‍্যরাত থেকে টানা বৃষ্টির কারণে শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে এতে বন‍্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই শহরের কয়েকটি এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন শহরে বসবাসকারী মানুষ। 

বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে শহরের কুসুমবাগ, পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড, আরামবাগ, দ্বারকসহ বিভিন্ন এলাকা। 

অতিবৃষ্টির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। তবে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বয়ে চলা মনু ও ধলাই নদীর পানি এখনো বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও নদী ভাঙনের খবর পাওয়া যায়নি। 

মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ মাহবুব তারা বাসা প্লাবিত হ‌ওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আমার রান্নাঘর ও শোবার ঘরের অবস্থা।

শহরের বাসিন্দা সরকারি চাকরিজীবী ফখরুল ইসলাম জানান, তার বাসায় পানি ঢুকে সব আসবাবপত্র ডুবে গেছে। বাসার সব রুমে এখন পানি আর পানি। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মৌলভীবাজারের উজানে ভারতের ত্রিপুরায় কয়েকদিন বৃষ্টি হবে না। ফলে বন‍্যার আশঙ্কা কম। ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসাবাড়িতে বৃষ্টির পানি উপচে উঠছে। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কেও এক ফুটের ওপরে পানি জমে রয়েছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, এটি বর্ষার বৃষ্টি। উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে না। ফলে মৌলভীবাজারে বন্যার আশঙ্কা কম। তবে মৌলভীবাজার জেলার আওতাধীন মনু ও ধলাই নদীর ক্ষতিগ্রস্থ বাঁধগুলো মেরামতের কাজ চলছে। এখনো এই দুই নদীর পানি বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ওমর ফারুক নাঈম/আরআই