ঢাকার ধামরাইয়ে সংবাদকর্মীর বাড়ির পাশের জঙ্গল থেকে সদ্য ভূমিষ্ট নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা। এর আগে ভোর ৫টার দিকে ধামরাইয়ের বরাতনগর এলাকার একটি জঙ্গল থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী ওয়াসিম হোসেন বলেন, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনে পশ্চিম পাশের একটি ঝোপ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাই। পরে এগিয়ে গেলে সদস্য ভূমিষ্ট একটি নবজাতক দেখে এলাকাবাসীকে খবর দেই। একইসঙ্গে ধামরাই থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে জীবিত কন্যা নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে কে জঙ্গলে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, সকালে এক নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলমান রয়েছে। প্রাথমিকভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মাহিদুল মাহিদ/এসপি