উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে ১৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে এই পানি প্রবাহিত হচ্ছে। সোমবার (২০ জুন) দুপুর ১২টা পর্যন্ত পদ্মার পানি বিপৎসীমার ওপরে ছিল।

বিষয়টি নিশ্চিত করে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব।

তিনি বলেন, পদ্মার সুরেশ্বর পয়েন্ট পানি বৃদ্ধি পেয়েছে। উজানের পানির কারণে এই পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোথাও পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে পদ্মা নদীতে পানি বাড়ার কারণে অভ্যন্তরীণ নদীর শাখা নদী কীর্তিনাসা, পদ্মা, জয়ন্তী, হোগলা নদীসহ খালগুলোয় পানি ঢুকতে শুরু করেছে। আজ বিকেল ৩টা পর্যন্ত নদীর পানি নড়িয়া ডানতীর রক্ষা বাঁধ পয়েন্ট এলাকায় বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক শিল্পী বলেন, গতকাল ৪ সেন্টিমিটার পানি বেড়েছিল। আজ ১২ সেন্টিমিটার বেড়ে ১৬ সেন্টিমিটারে দাঁড়িয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ