স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উ‌দ্বোধন স্মরণীয় কর‌তে নগরী‌তে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরীতে মোটর শোভাযাত্রার আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটি।

বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর শহিদ হাদিস পার্কে মোটর শোভাযাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শ্বেত পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এদিন খুলনার হা‌দিস পা‌র্কের শহীদ মিনার জু‌ড়ে ছিল উন্নয়ন সমন্বয় ক‌মি‌টির মঞ্চ। দর্শক ধ‌রে রাখ‌তে এবং অনুষ্ঠান‌কে আকর্ষণীয় কর‌তে রূপান্ত‌রের পট গা‌নের আ‌য়োজন করা হয়।

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ব‌লেন, পদ্মা সেতু শেখ হা‌সিনার সাহস ও দৃঢ় নেতৃ‌ত্বের স্মরণীয় প্রতীক। ২১ জেলার মানু‌ষের অর্থনী‌তির সিংহদার। উন্নয়ন ক‌মি‌টির আজ‌কের মোটর শোভায়াত্রা ই‌তিহা‌সের অংশ হ‌য়ে থাক‌বে। পদ্মা সেতুকে ঘিরে অতীতে অনেকেই যড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনের পর শোভাযাত্রা ফুলবা‌ড়ি গেট অ‌ভিমু‌খে রওনা হয়। ফুলবাড়িগেট ঘুরে নগরীর শিববাড়ি মোড়ে এসে মোটর শোভাযাত্রা শেষ হয়।

এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম‌ডিএ বাবুল রানা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মো. আলী, কাউন্সিলর আ‌নিসুর রহমান বিশ্বাস, স্বপন গুহ, ম‌ফিজুল ইসলাম টুটুল, চৌধুরী রায়হান ফ‌রিদ, নিজাম উর রহমান লালু, হা‌ফিজুর রহমান, মিজানুর রহমান বাবু, রসু আক্তার, অধ্যাপক আলমগীর ক‌বির, অধ্যাপক শেখ আবুল বাসার, শাহীন জামান পন, ইকবাল হো‌সেন বিপ্লব, শেখ মোশা‌রেফ হো‌সেন, শ্যামল সিংহ রায়, মিনা আ‌জিজুর রহমান, মকবুল হো‌সেন মিন্টু, মো. আবু জাফর, আলী আকবর টিপু, জেড এ মাহমুদ ডন, ডা, মে‌হেদী নেওয়াজ, শেখ দিদারুল আলম,  বীর মু‌ক্তি‌যোদ্ধা নুর ইসলাম বন্দ, মিনা মিজানুর রহমান, মামুনারা জা‌কিয়া খুকু ম‌নি, ফারুক হাসান হিটলু প্রমুখ।

মোহাম্মদ মিলন/আরআই