বন্যার এক সপ্তাহ পর আজ সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ১৭ জুন সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় পুরো সুনামগঞ্জ পৌর শহর। এরপর দ্রুতগতিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রলয়ঙ্করী বন্যায় রূপ নেয়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কমেছে ১৩ সেন্টিমিটার। পানির সমতল সর্বোচ্চ ৯ মিটার থেকে কমে আজকে আছে ৭.৭৯ মিটার। সকাল ৯টা পর্যন্ত যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। ২২ জুন সুরমা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমেছে। গত দুদিনে  পানি কমেছে ২৫ সেন্টিমিটার। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের ইতিহাসে সুরমা নদীর পানির প্রবাহ সর্বোচ্চ রেকর্ড হয় ৯ মিটার। যা বিপৎসীমার ১.২ মিটার ওপরে ছিল। ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এখন পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। 

এসপি