পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার উত্তর প্রান্তে মোটরসাইকেল নিয়ে জড়ো হয়েছে উৎসুক জনতা। হাজারো মোটরসাইকেল পদ্মা সেতুতে টোল দিয়ে উঠছে। রোববার (২৬ জুন) বিকেল ৫টার দিকে সেতুর উত্তর টোল প্লাজায় কয়েকশ মোটরসাইকেলের ভিড় লক্ষ্য করা গেছে। 

এ সময় টোল দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে উল্লাস প্রকাশ করেন আরোহীরা। সন্ধ্যা পর্যন্ত এই মোটরসাইকেলের ঢল দেখা গেছে।

ঢাকার মীরপুর থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসা কাউসার বলেন, আমরা ছয় বন্ধু মিলে এই পদ্মা সেতু এলাকায় ঘুরতে এসেছি। পদ্মা সেতুতে ঘুরবো এবং সেতুকে ছুঁয়ে দেখবো এই আশা নিয়ে এসেছি। 

তুষার নামের আরেক আরোহী বলেন, আমরা বিকেলে বন্ধুরা মিলে সেতুতে মূলত ঘোরার জন্য এসেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। থাকি পুরান ঢাকায়।  গতকাল পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, তাই স্বপ্নের সেতুতে ঘোরার জন্য চলে এসেছি।

এ ব্যাপারে তপন নামে আরেক মোটরসাইকেল আরোহী বলেন, স্বপ্নের পদ্মা সেতু গতকাল উদ্বোধন হলেও আমরা সেতুতে উঠতে পারিনি। আজ মোটরসাইকেল নিয়ে ঘুরতে চলে এসেছি। পদ্মা সেতুতে ঘুরব ছবি তুলব ছুঁয়ে দেখব, সেই স্বপ্ন নিয়েই এখানে এসেছি ।

শিশির নামে আরেক যুবক বলেন, মোটরসাইকেল নিয়ে স্ত্রীসহ ঘুরতে আসলাম। পড়ন্ত বিকেলে সেতুতে ঘুরব, দেখব।  অন্য ধরনের আনন্দ উপভোগ করব।

ব.ম শামীম/আরএআর