সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় দেশের ১২টি ক্যাডেট কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়াধীন। বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেট হাউজ সেই উন্নয়নেরই অংশ।

সোমবার (২৭ জুন) দুপুরে বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ক্যাডেট কলেজগুলো জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে চলছে। বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেটরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে। শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম উভয় ক্ষেত্রেই বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেটরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ক্যাডেটদের আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানাই।

অনুষ্ঠানে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দ মেহেদী হাসান/আরআই