বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ সিলেট থেকে ২০২২ সালের অনুষ্ঠিতব্য হজের প্রথম ফ্লাইট নিয়ে ছেড়ে গেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানাজার আব্দুস সাত্তার।তিনি জানান, আজ সকাল সোয়া ১০টায় হজের প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে এবং আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

মাসুদ আহমদ রনি/এসপি