সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজান দিতে গিয়ে মসজিদের মাইক্রোফোনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামছুন নূর  (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৬ নং দোহালিয়া ইউনিয়নের সোনাইনগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুয়াজ্জিন মো. শামছুন নূর উপজেলার জীবনপুর গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাজার করে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় সোনাইনগর জামে মসজিদের ঘাটে নৌকা রাখেন। মাগরিবের নামাজের জন্য একা মসজিদের ভেতর ভেজা অবস্থায় আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরার পর বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই তিনি মারা যান। মুসল্লিরা শামছুন নূরকে মাইক্রোফোন হাত দিয়ে বুকের সঙ্গে ধরা রাখা অবস্থায় দেখতে পান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, বাজার করে ফেরার পথে মাগরিবের আজান দিতে যান। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিন মারা যান। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

এসপি