ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুধপাতিলা রেলগেটের অদূরে অজ্ঞাত পরিচয় এক যুবককে বাম পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
স্থানীয় যুবক একরামুল বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন কাটা পড়ে ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, চুয়াডাঙ্গার বড় দুধপাতিলা রেলওয়ে গেটের অদূরে অজ্ঞাত পরিচয় এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে বিধি মোতাবেক দাফন করা হবে।
আরএআর