দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ জারি করার প্রথম দিনে সাভারের মহাসড়কে অবাধে বিচরণ করছে মোটরসাইকেল। এসব সড়কে বিধিনিষেধের কোনো প্রভাব পড়েনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ঘুরে দেখা যায়, কোনো বাধা-বিপত্তি ছাড়ায় চলছে মোটরসাইকেল। মহাসড়কে বিধিনিষেধের কোনো প্রভাব চোখে পড়েনি। এমনকি মহাসড়কে মোটরসাইকেলের উপস্থিতিও রয়েছে পূর্বের মতোই।

এ ব্যাপারে মোটরসাইকেল চালক মানিক বলেন, আমি সকালে আল্লাহর নামে বের হয়েছি গ্রামে যাওয়ার জন্য। মোটরসাইকেলে কোনো ব্যাগ নিইনি। স্বাভাবিকভাবে বের হয়েছি। প্রায় ২০ কিলোমিটার বাইক চালিয়ে আসলাম। এখনো কোনো পুলিশ সদস্য সিগনাল দেননি। পুলিশ ভাইরা অনেক ভালো আচরণ করছেন।

অপর বাইক চালক শিহাব বলেন, আমি তো আমার জেলা পার হয়ে যাচ্ছি না। আমি আমার জেলার মধ্যেই আছি। আর মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছাও নেই। আমি আমার কাজে বের হয়েছি। আমি আমার জেলায় তো মোটরসাইকেল চালাতে পারব। এখানে বিধিনিষেধের কী আছে। আমি আমার ব্যক্তিগত কাজ করতে বের হতে পারব না এটা তো হতে পারে না। 

আমি চাই, আমরা যেন অবাধে আমাদের বাইক নিয়ে চলাচল করতে পারি। কারণ আমরা মোটরসাইকেল যাবতীয় আইন মেনে ক্রয় করি ও ট্যাক্স পরিশোধ করি।

মোহনা পরিবহনের চালক আসলাম বলেন, সকাল থেকেই আমি গাড়ি চালাচ্ছি। মোটরসাইকেল আগের মতোই চলাচল করছে। মহাসড়কে বিধিনিষেধের তেমন কোনো প্রভাব পড়েনি। বাইকারদের অবাধেই চলাচল করতে দেখেছি।

এ ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন আব্দুস সালাম বলেন, আমাদের কাছে নির্দেশনা এসেছে, সড়কে যানবাহনের চাপ কম থাকলে আকস্মিকভাবে আমরা চেকপোস্ট বসাব। অতিরিক্ত তথ্য লাগলে ইন্সপেক্টর মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

মাহিদুল মাহিদ/আরআই