ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সারাদিনের মতো রাতেও কোনো যানজট ছিল না। তবে কিছু কিছু স্থানে যানবাহনের ধীরগতি ছিল।
শুক্রবার দিবাগত রাতেও মহাসড়কের কুমিল্লা অংশে কোনো যানজট দেখা যায়নি। সকালে ঢাকা থেকে কুমিল্লায় আসতে সময় কিছুটা কম লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
জানা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, মদনপুর এলাকায় সিগন্যাল, মেঘনা ও দাউদকান্দি ব্রিজে ধীরগতির টোল আদায়ের কারণে গাড়ির গতিও ছিল মন্থর।
আরও দেখুন >> ২৫০ টাকার ভাড়া ১০০০
বিজ্ঞাপন
যাত্রীরা জানান, কোনো যানজট না থাকলেও শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে কুমিল্লা আসতে সময় লেগেছিল ৩ ঘণ্টার মতো।
দুপুরের পর থেকে গাড়ির ধীরগতির ফলে সেখানে কুমিল্লা পৌঁছাতে ৪-৫ ঘণ্টা সময় লেগেছে। তবে এ ধীরগতি দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। দাউদকান্দির পর আর কোনো ধীরগতি ছিল না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে।
আরও দেখুন >> সাভারে বাসের অপেক্ষায় হাজারো যাত্রী, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া
ঈদযাত্রায় শুক্রবার সারাদিনে কুমিল্লায় পৃথক তিনটি স্থানে দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি হয়েছে। তবে হাইওয়ে পুলিশের বিশেষ তদারকিতে দুর্ঘটনায় পতিত হওয়া গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলায় যানজট স্বাভাবিক ছিল।
শুক্রবার রাতে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার রহমত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতি ও শুক্রবার কুমিল্লায় কোনো যানজট ছিল না। আশা করছি শনিবারও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও দাউদকান্দির টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের ব্যবস্থা করলে ঢাকা থেকে মাত্র ২ ঘণ্টায় কুমিল্লা আসা সম্ভব।
ওএফ