পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টার চেয়ে ৪৫ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা কম আদায় হয়েছে।

রোববার (১০ জুন) বেলা ১১টায় মুঠোফোনে এসব তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি জানান, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শনিবার সর্বাধিক ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। এদিন ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। এটি এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।

 

সৈয়দ মেহেদী হাসান/এনএ