একটি বা দুটি নয়। একে একে বেরিয়ে এলো ৩৫টি বিষধর গোখরা সাপ। একটি বাড়ি থেকে একসঙ্গে এতোগুলো সাপ উদ্ধার হওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গতকাল শনিবার (৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের জমছের মহলদারের মাটির ঘর থেকে ৩৫টি বিষধর গোখরার বড়-ছোট বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে। 

ওই গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, জমছের মহলদার এই বাড়িতে থাকেন না। প্রতিবেশী একজন ওই বাড়ির রান্নাঘরে বসবাস করেন। যিনি থাকেন তিনি কখনো দেখেননি সাপগুলো। শনিবার রাতে জমছেদ তার বাড়িতে এলে সাপের উপস্থিতি দেখতে পায়। এরপর একে একে ৩৫ টার অধিক বিষধর গোখড়ার বড়-ছোট সাপ ও ডিম উদ্ধার করে। পরে সাপগুলো মেরে ফেলা হয়। আমাদের গ্রামে কখনো একসঙ্গে এতো সাপ দেখা যায়নি। এ নিয়ে গ্রামে সাপ আতঙ্ক বিরাজ করছে।

চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সাপগুলো মেরে না ফেলে জঙ্গলে ছেড়ে দেয়া উচিত ছিল। সচেতনতার অভাব। সাপ হত্যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মো. রকিব উদ্দীনকে খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দেব। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফজালুল হক/এমএএস