কুমিল্লায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার শরীর ছয় টুকরো হয়ে যায় বলে জানা গেছে। সোমবার (১১ জুলাই) দুপুরে লাকসাম উপজেলায় দৌলতগঞ্জ বাজারের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মেহেদী হাসান (১৫) ফেনীর সদর উপজেলার দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

সোমবার বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়ে গেছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তিনি আরও বলেন, কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, তারা ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেলস্টেশনের কাছে লাকসামের শ্রীয়াং গ্রামে নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর  করা হয়েছে।

এনএ