গত দুই বছরে ৩ হাজার ১৯০ ব্যাগ রক্ত দান করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একদল স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী। এ ছাড়া তারা প্লাজমা দান করেছেন ৭ ব্যাগ এবং ১০ জন থ্যালাসেমিয়া রোগীকে তারা নিয়মিত রক্ত দান করে যাচ্ছেন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে 'রক্তদানে আমরা কেন্দুয়া' স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান সংগঠনটির নেতারা।

সংগঠনের উপদেষ্টা কবি আয়েশ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঁইয়া।

রক্তদানে আমরা কেন্দুয়া সগঠনের অ্যাডমিন আসিফ আহমেদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, পালা নাট্যকার-সাংবাদিক রাখাল বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি ও রক্তদানে আমরা কেন্দুয়া সংগঠনের অ্যাডমিন বিপুল হাসান অপূর্ব।

আলোচনা শেষে সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা। পরে বিভিন্ন এলাকার সমমনা ১১টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানসহ থ্যালাসেমিয়া রোগীদেরকে উপহার প্রদান করা।

জিয়াউর রহমান/আরআই