বরগুনার আমতলীতে একটি মাদরাসায় দানের ৬০টি ছাগলের চামড়া মাটিচাপা দেওয়া হয়েছে। চামড়াগুলো বিক্রি না হওয়ায় মাটির নিচে পুঁতে ফেলেছে এতিমখানার কর্তৃপক্ষ। গতকাল (১১ জুলাই) বিকেলে এমাদুল উলুম কওমি মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, এবার কোরবানি ঈদে উপজেলায় প্রায় ৭ হাজার ৫০০টি পশু কোরবানি দেওয়া হয়েছে। ঈদের দিন উপজেলার বিভিন্ন জায়গা থেকে এমাদুল উলুম কওমি মাদরাসায় কোরবানি দেওয়া ছাগল ও গরুর চামড়া আসে। বড় সাইজের গরুর চামড়া ২৫০ থেকে ৩০০ টাকা, মাঝারি সাইজের ১৫০ থেকে ২০০ টাকা ও ছোট সাইজের গরুর চামড়া ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করেছে তারা।

তবে গরুর চামড়া কম দামে বিক্রি করতে পারলেও অবিক্রীত থেকে গেছে ৬০টি ছগলের চামড়া। তাই ছাগলের চামড়াগুলো মাটিচাপা দেয় মাদরাসা কর্তৃপক্ষ।

আমতলীর এমদাদুল উলুম কওমি মাদরাসার পরিচালক মাওলানা ওমর ফারুক বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন কোরবানি দেওয়া ১১৯ পিস গরুর চামড়া ও ৬০ পিস ছাগলের চামড়া এসেছিল। গরুর চামড়া কম দামে বিক্রি করতে পারলেও ছাগলের চামড়া বিক্রি হয়নি। তাই সব ছাগলের চামড়া মাটিচাপা দিয়ে দিয়েছি।

খান নাঈম/এনএ