লালমনিরহাটের হাতীবান্ধায় রাব্বিতুল ইসলাম রাব্বি নামে এক হাফেজ ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। অভিযোগ উঠেছে, ওই হাফেজকে নিখোঁজের নাটক সাজিয়ে গুম বা পাচার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে রবিউল ইসলামসহ তার দুই শিক্ষক জড়িত বলে দাবি করেছেন রাব্বির বাবা-মা।

রাব্বির সন্ধানের দাবিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় লোকজন।  

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী একই গ্রামের আব্দুল রসিদের ছেলে হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বি (১২)। রাব্বির পরিবারকে না জানিয়ে ১০/১২ দিন আগে তাবলিগ জামাতের কথা বলে গোপনে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোহাগ বাজার এলাকায় নিয়ে যায় ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামসহ দুই জন। গত ৭ জুলাই তার পরিবারকে খবর দেওয়া হয় রাব্বি তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

কিন্তু রাব্বির বাবা আব্দুল রসিদের অভিযোগ, নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক সাজিয়েছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। তার দাবি, রাব্বিকে কোনো কারণে গুম বা পাচার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে ৮ দিনেও কোনো সহযোগিতা পাননি এমন দাবি রসিদের।

এ ঘটনার পর থেকেই রবিউল ইসলাম পালতক থাকায় একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি নিখোঁজ জিডি হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়াজ আহমেদ সিপন/আরআই