সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ

আলোচিত-সমালোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে দাগনভূঞা উপেজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা তিনটা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট সীমান্তের বসুরহাট রোডের ফেনীর দাগনভূঞা চাঁদপুর এলাকায় সড়ক অবরোধ করে এ সমাবেশ করে তারা।

এই প্রতিবাদ সমাবেশে পুরো জেলা থেকে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। তারা সড়কের দুই কিলোমিটারজুড়ে অবস্থান নিয়ে কাদের মির্জার বিরুদ্ধে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচার করেছেন আবদুল কাদের মির্জা। এ মিথ্যাচার বন্ধ না করলে তার বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মির্জা কাদের বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন। আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি জানান, কাদের মির্জাকে যেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তাকে ফেনীর সীমান্তে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।

বিক্ষোভে অংশ নেন জেলার নেতাকর্মীরা

তারা আরও বলেন, মির্জা কাদের আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছেন। তার অপরাজনীতির কারণে নোয়াখালী-ফেনী অঞ্চল আজ অশান্ত। এ অপরাজনীতির কারণে প্রাণ হারাতে হয়েছে তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কেরকে।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল্লাহ, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

হোসাইন আরমান/এনএ