প্রবাসীর সম্পদ হাতিয়ে নেওয়া মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী কারাগারে
জাল-জালিয়াতি করে লন্ডন প্রবাসীর সম্পদ নিজের নামে করে নেওয়া কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাবেক নেত্রী নিশাত আহমেদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
রোববার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান।
মামলার বাদী লন্ডন প্রবাসী মিনহাজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত ৭ জুলাই জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে নারায়ণগঞ্জের আদালতে আমি মামলা দায়ের করি। সেই মামলায় রোববার ভোরে নিশাত আহমেদ খানকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিকেলে আদালত তাকে কারাগারে পাঠান।
কারাগারে যাওয়া নিশাত খান কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২১ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
আরএইচ
বিজ্ঞাপন