ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আক্তার ওই উপজেলার গুনিয়াউক গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে।

এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), নুশরাত (০৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তারের সঙ্গে তার চাচাতো ভাই দুলাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তারের মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসপি