সিলিং ফ্যান সংকটের বিষয়ে সংবাদ প্রকাশের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নতুন সিলিং ফ্যান লাগানো হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে এসব ফ্যান লাগানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. কাওসার আহমেদ।

তিনি জানান, হাসপাতালে মোট ৪৯টি ফ্যানের সংকট ছিল। ফলে সাধারণ রোগীরা তীব্র গরমে চরম বিপাকে ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফ্যানগুলোর দ্রুত ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বজ্রপাতে হাসপাতালের অনেকগুলো সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে না থাকায় আমরা গণপূর্ত বিভাগকে লিখিত আকারে জানিয়ে ৪৯টি ফ্যানের চাহিদা দিয়েছিলাম। আমরা তাদের প্রতিনিয়ত বলেছি, এই গরমে ফ্যানগুলো খুব দ্রুত প্রয়োজন। সবশেষ গতকাল তারা ফ্যানের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন : পঞ্চগড় সদর হাসপাতালে সিলিং ফ্যান সংকট, তীব্র গরমে দিশেহারা রোগীরা

পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার বলেন, হাসপাতালের চাহিদা অনুযায়ী সব ফ্যানই সরবরাহ করা হয়েছে। বর্তমান আমাদের ইলেকট্রিশিয়ানরা ফ্যানগুলো লাগানোর কাজ করছে। হাসপাতালে বজ্রপাতে ভবিষ্যতে যেন কোনো ক্ষতি না হয়, এ জন্য শিগগিরই বজ্রপাত নিরোধক যন্ত্র বসানো হবে বলেও জানান তিনি।

এনএ