মদ্যপ অবস্থায় দুই বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিন যুবক। এতে এক বান্ধবী নিহত ও অন্যজন আহত হন। দুজনকে এক্সপ্রেসওয়েতে রেখে পদ্মা সেতুর চেকপোস্ট পার হতে গেলে তাদের শরীরে কাটাছেঁড়া ও রক্তের দাগ দেখে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ তাদের আটক করে।

সোমবার (১৯ জুলাই) মধ্যরাতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ নিহত বৃষ্টি (২৭) ও আহত জান্নাতুল ফেরদৌসকে (২০) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় পুলিশ এক যুবক এস এম আহসান রবিনকে (২৯) চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে এলে আহত বান্ধবী তাকে শনাক্ত করে পুলিশকে জানান। পরে পুলিশ রবিনকে আটক করে।

এ বিষয়ে আহত বান্ধবী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে বৃষ্টি ও জান্নাতুল ফেরদৌসকে নিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তিন বন্ধু আহসান রবিন, মোশারফ হোসেন (৩২) ও সুমন (৩২) দুটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে রওনা দেন। রাত ২টার দিকে তারা শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ব্যারিকেডে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তাদের বান্ধবী বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন আহত হন। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতেই আহত জান্নাতুলকে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

দুই বান্ধবীর বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। আটক আহসান হাবিব রবিনের ঠিকানা পাওয়ার না গেলেও তার বাবার নাম এস এম শাহজাহান জানা গেছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসাড়া হাইওয়ে পুলিশ রাত ৩টার দিকে আহত তরুণীকে হাসপাতালে নিয়ে আসে। একই সঙ্গে তিন যুবককেও নিয়ে আসে। আহত তরুণীকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তিন যুবক মদ্যপ অবস্থায় ছিল।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সপ্রেসওয়ে থেকে একজন নিহত ও একজনকে আহত উদ্ধার করি। এ সময় তাদের সঙ্গে কোনো যানবাহন ছিল না। আহত তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ টোল প্লাজা অতিক্রমকালে আহত তিন যুবককে আটক করে হাসপাতালে নিয়ে আসে। আহত তরুণী তাদের দেখে শনাক্ত করেন যে তিনজনই তাদের বন্ধু।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আমরা পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে ওঠার চেষ্টাকালে এক যুবককে আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহত ওই তরুণীর মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। আহত তরুণীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ব.ম শামীম/এনএ