টাঙ্গাইলের দেলদুয়ারে পা‌নির স্রোতে সেতুর অ‌্যা‌প্রোচ সড়ক ভে‌ঙে যাওয়ায় ১০ গ্রা‌মের সঙ্গে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। এতে চরম দু‌র্ভোগে প‌ড়েছে ক‌য়েক লক্ষা‌ধিক মানুষ। শুক্রবার (২৩ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার সি‌লিমপু‌রে এলেঙ্গজানী সেতুর এক পা‌শের সড়ক ভে‌ঙে যায়।

এদিকে সেতুর এক পাশ ভে‌ঙে যাওয়ায় বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয় ডি‌ঙি নৌকায় নদী পারাপার হ‌চ্ছে স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, সম্প্রতি বন্যার শুরুতেই সেতুর আশপাশে নদীভাঙন দেখা দেয়। সে সময় সেতুর কিছু অংশ ভেঙে গেলেও অ‌্যা‌প্রোচ সড়ক ব‌্যবহার করে চলাচলে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি। ত‌বে পুনরায় নদীর পা‌নি কম‌তে শুরু করায় আবারও ভাঙন দেখা দি‌য়ে‌ছে। এতে এলেঙ্গজান‌ী নদীর ওপর নি‌র্মিত সেতুর এক পা‌শের অ‌্যা‌প্রোচ পু‌রোটা ভে‌ঙে চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে। আশপাশের প্রায় ১০ গ্রামসহ চরাঞ্চলের মানুষের উপজেলা ও জেলা শহরের যোগাযোগব্যবস্থা বন্ধ হ‌য়ে গে‌ছে।

সি‌লিমপুর গ্রা‌মের মোবারক জানান, নদী‌তে পা‌নিবৃ‌দ্ধির সময় সেতু‌টি ক্ষ‌তিগ্রস্ত হ‌লেও সে‌টি ভাঙ‌নের হাত থে‌কে রক্ষায় কোনো ব‌্যবস্থা নেওয়া হয়‌নি। ফ‌লে পা‌নি কম‌তে শুরু হওয়ায় সেতুর সড়ক ভে‌ঙে যোগা‌যোগ বন্ধ হ‌য়ে গে‌ছে।

উপ‌জেলার দেউলী ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান তাহমিনা আকতার জানান, ভেঙে যাওয়া সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা শহরে বিভিন্ন প্রয়োজনে চলাচল করে। কিন্তু কর্তৃপ‌ক্ষের উদাসীনতায় সেতুর এক পা‌শের সড়ক ভে‌ঙে গে‌ছে। 

দেলদুয়ার উপ‌জেলা প্রকৌশলী মো. আব্দুল বাছেদ জানান, সেতু‌তে স্টি‌লের পাত ব‌সি‌য়ে প্রাথ‌মিকভা‌বে মানু‌ষের চলাচ‌লের ব্যবস্থা ক‌রার উ‌দ্যোগ নেওয়া হ‌য়েছে। রোববার থে‌কে সেতু‌তে কাজ শুরু হ‌য়ে‌ছে। দুই-তিন‌ দি‌নের মধ্যেই কাজ শেষ হ‌লে মানুষজন চলাচল কর‌তে পার‌বে। ত‌বে ভারী কোনো যানবাহন চলাচল করতে পার‌বে না। 

অভিজিৎ ঘোষ/এনএ