সিরাজগঞ্জের তাড়াশ থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার (৭২)। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে নামাজের জন্য রাস্তার উল্টো পাশের মসজিদে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।   

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী দেশিগ্রাম ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি জানান, শনিবার (২৩ জুলাই) তারা মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে সামাদ মাস্টার মাগরিবের নামাজ পড়ার জন্য নামেন। 

এ সময় তিনি অজু করে রাস্তার অপর পাশের মসজিদে যা‌চ্ছি‌লেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কোচ তা‌কে ধাক্কা দেয়। এ সময় তি‌নি মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি। 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ।

শুভ কুমার ঘোষ/এসপি