চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাইস মিলের বয়লার (চুলা) বিস্ফোরণে ফয়সাল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পেয়ারাতলায় মা-বাবা আটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল একই উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রাইস মিলে ফয়সালসহ দুইজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বয়লার বিস্ফোরণ হলে সঙ্গে থাকা অপর শ্রমিক প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে ফয়সাল নিহত হন। তবে ওই অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঢাকা পোস্টকে বলেন, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই শ্রমিক ফয়সাল নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আফজালুল হক/আরআই