চুয়াডাঙ্গা সদর উপজেলায় বনি খাতুন (২৪) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।

বর্তমানে তিন পুত্রসন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন বাবা লাইব্রেরি ব্যবসায়ী আশরাফুল হক। একসঙ্গে তিন পুত্র সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ আত্মীয়স্বজনরাও খুশি। নবজাতকদের নাম রাখা হয়েছে- আব্দুল্লাহ, আমানুল্লাহ ও সাইফুল্লাহ।

বনি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

স্বাস্থ্যসেবা কেন্দ্র ইউনাইটেড ক্লিনিক সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পর অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি পুত্রসন্তানের জন্ম দেন বনি খাতুন। অস্ত্রোপচার সম্পন্ন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত  গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. তরুণ কান্তি ঘোষ।

তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতির রক্তচাপ অতিরিক্ত ওঠানামার কারণে সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত।

বাবা আশরাফুল হক বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হলাম। স্থানীয় দশমাইল বাজারে একটি ছোট লাইব্রেরি আছে। সেখান থেকে যা উপার্জন হয়, কোনোমতে দুজনের সংসার চলে যায়। 

তিনি আরও বলেন, তিন সন্তানের মুখ দেখে আমি সব ভুলে গেছি। নিজে উপার্জন করে তাদের মানুষের মতো মানুষ করতে চাই। আমার মা আমার তিন সন্তানের নাম রেখেছেন। এতেই আমি খুশি। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।    

আফজালুল হক/এসপি