মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে পদ্মা সেতুর সামনের এক্সপ্রেসওয়ে থেকে উল্টে যাওয়া বাসটি অপসারণ করা হয়েছে।

জানা গেছে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি টঙ্গীপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হন। পদ্মা সেতু উত্তর থানার ১০০/১৫০ গজ উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, বাসটি টঙ্গীপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতু উত্তর থানা থেকে ১০০/১৫০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ১০-১২ জন যাত্রী সামান্য আহত হয়। বিকেল পৌনে ৪টার দিকে বাসটি রাস্তা হতে সরিয়ে নেওয়া হয়েছে। 

ব.ম শামীম/আরএআর