নানা আয়োজনে ময়মনসিংহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বিকেলে নগরীর বিপিন পার্কে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, সদ্য বিদায়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা শেষে কেক কেটে নেতাকর্মীরা দিবসটি উদযাপন করেন।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবীর হিমেলের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বিপিন পার্কের অনুষ্ঠানে যোগ দেয়। সেখান থেকে ফের কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় দেশ ও জাতির স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতাকর্মীরা।

উবায়দুল হক/আরআই