হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, চারটি গরু ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হিলালপুর গ্রামের আব্দুল হামিদের ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও চারটি ঘরে। আগুনে হুসাইন আহমেদের ছেলে আরিফ বিল্লার চারটি গরু, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৫টি পরিবারের আর কিছুই অবশিষ্ট নেই। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সাভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আরিফুল ইসলাম জানান, মহাসড়কের বিজলীরপুল হতে হিলালপুর গ্রামের রাস্তায় বাঁশ ও গাছ থাকায় সেগুলো কেটে ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়েছে।

ঘটনার পর বাহুবল মডেল থানার পুলিশ, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজহারুল/ওএফ