পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করেছে শিশুরা। এতে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের মননে-চেতনায় বঙ্গবন্ধু ও রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের ইতিহাস প্রতিফলিত হচ্ছে। দেশের প্রতি তাদের মমত্ববোধ জাগ্রত হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বুনছে শিশুরা।

শনিবার (৩০ জুলাই) সকাল সোয়া ৯টায় উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে শত-শত শিশু তাদের প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর তারা শপথ করে বলে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলে, ক্লাশ শুরুর আগে স্যাররা জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ পড়ান। 

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অগ্নি হাওলাদার জানায়, বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তারা স্যারদের কাছ থেকে জেনেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুগল চন্দ্র কুন্ডু বলেন, আজকের শিশুরা আগামীর নেতৃত্ব দেবে। তাই বঙ্গবন্ধুর মতো তাদেরও চেতনায় যাতে দেশপ্রেম থাকে, এজন্য প্রাত্যহিক সমাবেশে শপথ বাক্য পাঠ করানো হয়।

কাজী সাঈদ/এসপি