ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। 

পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল।

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিহত আবদুর রহিমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রোববার (৩১ জুলাই) ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

খান নাঈম/এসপি