কক্সবাজারে ইয়াবা মামলায় ইউপি সদস্যের ৭ বছর কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা পাচারের মামলায় এক সাবেক ইউপি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সোমবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দণ্ডিত ব্যক্তি আবদুর রউফ সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে। তিনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১৭ মার্চ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৯৯ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় সেন্টমার্টিনের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দা আবদুল হকের ছেলে আবদুর রউফকে একমাত্র আসামি করে টেকনাফ থানায় মামলা করে কোস্টগার্ড।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুর রউফকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড আদালত।
সাইদুল ফরহাদ/এনএ