নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার  দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. রুবেল (৩২) রঙের কাজ করার সময় ভবনটির দুই তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

সোমবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

জানা গেছে, সোমবার রুবেল ওই নির্মাণাধীন ভবনের ২তলার বাইরের দিকে রঙের কাজ করছিলেন। এক পর্যায়ে
তিনি নিচে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়াও শ্রমিকের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

আবির শিকদার/এসকেডি